সত্যের বিজয়
       এম.হুমায়ুন কবির
ওরা চায় সত্যের আলো নিভিয়ে দিতে
অন্ধকারে ঢেকে দিতে চায় সবই
ওরা সত্যভীরু ইহাদের অতি ভীরু মন
সত্যের জ্যোতি ওদের ধরায় কাঁপন।
নির্ভুল বানী রুখতে চেয়েছিল
নমরুদ ফেরাউন আবু-জেহেল।
নিভাতে পারেনি সত্যের দহন
হয়েছিল তাদের চক্রান্ত নিপাত ।
যুগে যুগে ওরা ফিরে আসে ধরণীতে
চালায় হিংসার লীলা
শান্তির অবনীতে অশান্তির অনল জ্বালে
খেলে ভাঙ্গনের খেলা।
সত্য সে-তো অমর
যুগে যুগে জিতেছে হয়েছে বীর।
মিথ্যা পেয়েছে ধিক্কার অসীম
কালে কালে হয়েছে বিলীন।
সত্য সে-তো চির অম্লান
চির বিজয়ী বীর।
কন্টক পথ ধরে উড়ে সত্যের নিশান
পারে নি ওরা দমাতে সত্যের উত্থান।