শত শত আকাঙ্ক্ষাই দল বেঁধে আসে
বার বার মনের দুয়ারে ।
তাদের দাপটে দমকা হাওয়ার স্পর্শে
পূজার প্রদীপ নিভে যায়
আমার বিষণ্ন বিপন্ন  সন্ধ্যা ক্লান্তি নিয়ে ঘামে ।
ধীর পায়ে হেঁটে যাই যে বন্ধুর পথে
কণ্টকাকীর্ণ সেই পথে গুটিকয়  ইন্দ্রিয় হাঁটেনি ।
গ্রামের সেই ভিটেমাটি আতুড় ঘরের কাছে এসে  বার বার ভ্রু কুচকে ভাবি
এটাই আমার ঘর
ওখানেই মায়ের কান্না লেগে আছে
স্তব্ধ আছে আমার প্রথম ক্রন্দন ,
ওখানেই মা শুয়ে আছে ।
আকাঙ্ক্ষার হয়েছে লয় হয়তো সেখানে
সেখানেই ফিরে যাবো মাগো
স্পন্দিত নদীর বুক ছেড়ে সেই স্তব্ধতায় ।


*************************