পূবের জানালা খুলো আমি এই নীশিথে এসেছি হাওয়া হয়ে,
আমায় দেখতে পাও?আমি তোমার অন্তরে মিশেছি গিয়ে।
হাতটা বাড়াও। কতদিন তোমার হাতটা হয়নি ধরা শক্ত করে,
মুখটা দেখাও। চাঁদমাখা মুখ যত দেখি মন না ভরে।
বাহিরে আজ ঘন আঁধার জোৎস্না এলো তবুও,
তোমার রুপে হার মেনেছে চির আলোময়ী চাঁদও।
আকাশ থেকে তাঁরার ফুলের ডালা হতে কে ছুড়ে ফুল
কে আমাদের করছে বরণ? হৃদয়ে লাগছে দোল।
শিরী ফরহাদ-লায়লী মজনু আকাশ হতে দেখছে তোমায় আমায়,
দীঘির জলে আলোর মেলা। দেখা যায় হৃদয়ের আয়নায়।
এসো প্রিয়তমা দুয়ার খুলে বাহিরে এসো, জোনাকির আলো ধরি
দুজন মিলে আসো খেলি লুকোচুরি।
দুষ্টমীতে একটু আমি দিবো না দেখা  হঠাৎ করেই,
আমায় না পেয়ে অভিমান করবে যেই _
তখনি তোমায় দু হাত দিয়ে জড়িয়ে নিবো বুকে,
চোখের জল মুছে দিয়ে  কপালে দিবো উষ্ণ  চুম্বন এঁকে।