কেমন আছো কাঠাল চাঁপা?
শরীর ভালো? মনের কথা?
তোমার মনে অসুখ হলে
আমার কেন মাথায় ব্যাথা?
.
সদা ছিলাম ভীষণ বোকা
এখন আছি বেকার, গাধা;
ছিলাম ঘোরে, বুঝিনি কভু
জীবন মানে জটিল ধাঁধা।
.
আগে জানলে তোমার থেকে
চেয়ে নিতাম বুদ্ধি কিছু,
একটুখানি উসুল হতো
ঘুরা তোমার পিছন-পিছু।
.
ঠিক করেছো ঠিক করেছো
তোমার আছে কর্মী হাত।
কাব্য-জলে ভিজেনা চিড়ে,
কর্মে জুটে গরম ভাত।
.
সব বুঝেছি, মন মানেনা
জোছনা হলে মনটা ফাঁপা।
যেখানে থাকো, সব ঋতুতে
কুশল থেকো কাঠাল চাঁপা।