আলো বাতাস নেইকো ঘরে
বসে আছি একা অন্ধকারে
বাইরে থেকে খাবার এলে
তবেই খাচ্ছি ক’মাস ধরে।


আমার জগতে আমি একা
বড়ই কষ্ট ভেতরে থাকা
নেইকো মাদুর নেই বিছানা
কান্না করাও এখানে মানা।
  
ভাসছি আমি সাগর জলে
মনটা আমার কেমন করে
বসে আছি সাগর তীরে
অপেক্ষায় পরপারের।
  
একদিন আমি শুনতে পেলাম
মায়ের কান্না জোরে জোরে
বাড়ীর লোকে চায়না আমায়
আমি যে মেয়ে, তাই বোলে।

মায়ের নাড়ির টেলিফোনে
বললাম আমি কানে কানে
সবাই যদি এমন ভাবে…
তবে, ছেলের বউ তুমি কোথায় পাবে?


বলো মা তুমি ঠাকুমাকে
সেও ছিল তার মায়ের পেটে
তখন যদি তাঁরা ভাবতো এমন…  
সে কি পারত, তোমার শাশুড়ি হতে?  
=============================