তরঙ্গমালার সাথে ভেসে যাওয়া ফুল
নাহি মোর একুল-ওকুল কোন এক'কুল।
ভেসে আসা জল-খাবার জোটায় যা ভাগ্য
গ্রহণীয় কেবল; নাহি কিছু তাগ্যো।


জন্মালে কেন তবে; পালতে যদি নাহি পাও
জগতের স্রষ্টা তুমি রাখিলে জগতে তাও।
কেন কর মিছে খেলা_
কেন মিছে জগতের এ অসহ্য জ্বালা (?)