আমি আর কতোটুকু পারি ?


কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়,
আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।


ওইটুকু নিয়ে তুমি বড় হও,
বড় হতে হতে কিছু নত হও
নত হতে হতে হবে পৃথক পাহাড়,
মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ।


আমি আর কতোটুকু পারি ?
এর বেশি পারেনি মানুষ।


৯.১০.৮০


কাব্য গ্রন্থঃ- যে জলে আগুন জ্বলে