তোমায় জড়িয়ে ধরব বলে যেই হাতটা বাড়িয়েছি,
অমনি পিছুটান আমায় আষ্টেপৃষ্ঠে ধরে।
হাত-পা ছুঁড়ে আমি এগোনোর বৃথা চেষ্টা করি,
অবুঝের দল, না বুঝেই শুধু শুধু মরে।
পিপাশার কাতর কষ্ট এগিয়ে নিয়ে যেতে চায়,
হায়রে! হায়! কিন্তু সময় চলে যায়।
অনেকদিনের জমানো  তেজ  নিভে যায়,
সবাই এগিয়েই যায়, কারো - সময় নাই।
তোমার দিকে যে হাতটা বাড়িয়ে ছিলাম আগে,
এখন আর সেটা কষ্ট দেয় না, বহিঃপ্রকাশ রাগে।
এখন তারা মুষ্টিবদ্ধ, আকাশের দিকে নিক্ষিপ্ত,
অনুকূল পরিবেশ না পেয়ে, বীজ থাকে যেমন সুপ্ত।