জড়িয়ে বেঁচে থাক
হিরণ্ময় ঘোষ
---------------------
যে জন চলে গেছে,
যায়না তাকে ফেরানো।
যে তীর ছুটে যায়,
যায় কি তাকে ঘোরানো?
তবু হায় ! বোঝেনা মন,
কেঁদে কেঁদে আজ মরে।
জ্বর জ্বালা ব্যাধির ছোবল,
সবাকার ঘরে ঘরে।
কী হবে আর বৃথা কেঁদে,
যা গেছে তা যাক।
বিপদ কালে খড়কুটো পেলে,
জড়িয়ে বেঁচে থাক।
****৪/১০/১৯******