মুজিব মানেই সোনালী সূর্য
বাঙালী যার আলোয়ে আলোকিত।
মুজিব মানেই স্বাধীন বাংলা
সবাই তারি গান ধর।
মুজিব মানেই পদ্মা মেঘনা
যমুনার মুক্ত ঢেউ।
মুজিব ছারা শত বাঙালীর
কষ্ট বুঝেনি কেউ।
মুজিব তুমি ফিরে আসো
আবার বাংলার বুকে।
তোমার আশায় বসে আছি
আছি অপেক্ষাতে।