তিল থেকে হয় তিলোত্তমা, তাল থেকে যে তালকানা,
বলেন হেসে গেদু মিয়া, ভাবখানা তার সব জানা।
পাড়ার মোড়ে চায়ের স্টলে, বসান আড্ডা খুব জেঁকে,
বিনা মূল্যে জ্ঞান বিতরণ, বলেন তিনি জোর হেঁকে।
পাড়ার কতক নেংটি পোলা, দেখলে তারে গুল মারে,
সেই খুশীতে গেদু মিয়া, বিলের টাকা দেন ভরে।
ইংরেজীতে যান না যে কম, বলেন মুখে অনর্গল,
আসিং, বসিং, খাসিং মশাই, বাড়িতে কামিং সকল।
এমন ধারা জ্ঞানের বহর, পণ্ডিতরা দেন মাথায় হাত,
যুক্তি করে নিলেন সবাই, করবেন গেদু কুপোকাত।
অল্প বিদ্যা ভয়ংকরী,চলতে দেয়া যাবেনা,
এমন তরো চললে পাড়ায়, সম্মান রক্ষা হবেনা।
সবাই মিলে গেলেন চলে, গেদু মিয়ার সাক্ষাতে,
বাংলা, ইংলিশ বইগুলো সব,দিলেন তুলে তার হাতে।
বইয়ের পাতায় চোখ বুলিয়ে, গেদুর চক্ষু চড়ক গাছ,
গুলের উপর বিল ভরেছেন, হাঁদা হয়ে বারোমাস।