ছোট্ট একটা মোমের বাতি কোমল যে তার আলো,
জ্বলতে জ্বলতে ছড়ায় জ্যোতি নিভলে নিকষ কালো।
জন্ম থেকে দিচ্ছে আলো বাড়ছে কিছু পুঁজি,
ঝড়ো হাওয়া হঠাৎ এসে দিওনা গো বুজি।
কিছুটা কাল করেছে পার আর কতটুক যাবে!
জানার তো নাই উপায় কোনো জানতে নাহি পাবে।
জ্বলতে জ্বলতে সলতে গলায় হলেই একাকার,
তখন না হয় পত্রিকাতে দিলেই সমাচার।