উড়ে গেলো উড়োজাহাজ পড়লো মাথায় বাড়ি,
চতুর্দিকে খুশীর আওয়াজ দেবো সাগর পাড়ি!
প্যান্ডেল বেঁধে উঠোনেতে হচ্ছে ভুঁড়ি ভোজন,
সেজে গুঁজে দলে দলে। আসছে সকল স্বজন।


লাল টুকটুকে কাতান পরে মুখটি বুকে গুঁজি,
অনড় বসে চক্ষু মুছে মাকে আড়ে খুঁজি।
বাবা এসে বলে  মাগো  কবুল তুমি বলো,
আজ যে তোমার বিয়ে ওগো শশুড় বাড়ি চলো।


আমি বলি বাবা আমায় দাওনা যেতে মাঠে,
সইরা আমার খেলছে সেথায় যাবে শেষে হাটে।
কাঁচের চুড়ি, চুলের ফিতে কিনবে সবে মিলে,
দাওনা আমায় সেথায় যেতে সময় যে যায় চলে।