মূল্যখানি অনেক বেশী সবার কাছে আমার
তাইতো আমি সুযোগ বুঝে চড়ি মাথা সবার,
কেউবা রাখে বুকে তুলে কেউবা রাখে ঢেকে
কেউবা আবার পায় যে শান্তি গাট্টি বেঁধে রেখে।
আমার বিরাট কপাল রে ভাই জন্ম আমার ধন্য
আমি সাথে থাকলে সবাই ভাবে মান্য গণ্য,
হাতটি ফসকে যদি আমি যাই পড়ে যাই নীচে
হুমড়ি খেয়ে পড়ে সবাই তুলতে আমায় খিঁচে।
কেউবা আমায় বলে সাদা কেউবা বলে কালো
সাদা কালোর ছোঁয়া পেলে মন হয়ে যায় ভালো,
আমার জন্য হানাহানি করে কতো লোকে
আমার প্রেমে পাগল হয়ে বসায় ছুরি বুকে।
আঁকড়ে ধরে সারা জীবন থাকতে চায় সব সুখে
তাইতো আমি খেমটা নেচে ঘোমটা টানি মুখে,
সহজেতে দেইনা ধরা থাকি স্বপ্নলোকে
সবার কাছে প্রশ্ন আমার, বলো তো আমি কে?