বুকটা আমার বিশাল বড় শূণ্যে থাকি ঝুলে,
খুশী হলে রহমতের দ্বার, দেই যে আমি খুলে।
কোথা থেকে শুরু আমার, কোথায় হয়েছে শেষ,
ভাবতে যদি বসো তুমি, পাকবে মাথার সব কেশ।
চোখ জুড়ানো রূপে আমার আহা কি যে শান্তি,
মুখটি তুলে দেখো আমায়, যাবে ঘুচে ক্লান্তি।
আমার প্রেমে আশিক কত,যায়না আমায় ছেড়ে,
দিবানিশি আমার বুকে থাকে ঘাপটি মেরে।
রেগে গেলে আশিক আমার চমকে উঠে আলো,
সেই আলোতে সকল কিছু নিমেষে হয় কালো।
ভেবোনা কেউ একলা আমি সহোদর ও আছে,
সবার কাছে প্রশ্ন আমার বলো তো আমি কে?