ধর্মের নামে টানা- হেঁচড়া
ধর্মের নামে বড়াই,
ধর্মের নামে গলাবাজি
ধর্মের নামে পুড়াই।


ধর্ম কে যে পুঁজি করে
বানায় বিশাল বাড়ী,
ধর্মের নামে দোহাই দিয়ে
হাঁকায় দামী গাড়ী।


ধর্মের নামে ধর্মশালায়
করে ফষ্টি নষ্টি,
সাফাই যে গায় ঠান্ডা মাথায়
শয়তান, চৌদ্দ গুষ্টি।


ধর্মের নামে বাড়াবাড়ি
নয়কো কোনো ধর্মে,
কে কোন ধর্ম পালন করে
দেয় পরিচয় কর্মে।


যে যার ধর্ম সঠিক ভাবে
যদি পালন করে,
অন্ধকার সব যাবে ঘুঁচে
জ্বলবে আলো ঘরে।