গন্তব্যের এই যাত্রাপথে হাঁটছি এলোমেলো,
এক পা আগাই দু’পা পিছাই এই বুঝি প্রাণ গেলো।
চলার পথে কুড়িয়েছি কত মানিক রতন,
ঘড়া ভরে রেখেছি সব করে তাদের যতন।
ছুঁতে আমি দেইনি কাউকে নষ্ট হওয়ার ভয়ে,
এখন দেখি বিনা ছোঁয়ায় যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে।
জীবনের এই ভরা কলস হচ্ছে ভারী দিনে,
সুদ আসলে বাড়ছে দ্বিগুন ডুবছি গলা ঋণে।
মানিক রতন নয় যে আসল ঈমান হলো খাঁটি,
বিনিময়ে সব দেবো আজ কোথায় তাহার ঘাঁটি?
শেষ বেলাতে হন্য হয়ে তারে আমি খুঁজি,
দাওনা আমায় তাহার তত্ত্ব করবো তারে পুঁজি।