গত বছর কত স্বজন ছিলো রোজার ঈদে
এবার তাদের পাবোনা দেখা, কষ্ট রয়েছে বিঁধে।
সেজেছিল ঈদের সাজে, মনে ছিলো প্রীতি
এবার তারা নাই যে কাছে, শুধুই কেবল স্মৃতি।
দুঃসময়ের দাবানলে প্লাবিত চতূর্দিক
ঈদের খুশির ঝরা আমেজ, মনটাই ভালোনা ঠিক।
তবুও তো চলছে জীবন, চলাটা-ই চাওয়া
বুকটা ভরে নিচ্ছি নিঃশ্বাস, এটাই পরম পাওয়া।
সকল গ্লানি ঝেড়ে ফেলে, শুকরিয়া আজ করি
যে জন গেছে, তাদের জন্য দু’হাত মেলে ধরি।
তাদের তো আর নাই যে সুযোগ, ভালো- মন্দ করার
আমরা-ই যে শেষ ভরসা, সঠিক রজ্জু ধরার।
সময়কে আজ লগ্ন করি, জন মানুষের তরে
ঈদের খুশির আলোকরশ্মি, ছড়াক ঘরে ঘরে।