একটি মাসের সিয়াম শেষে
এলো খুশীর ঈদ,
জোয়ান-বুড়ো কারো চোখে
নেই যেন আজ নিদ।


ঈদের খুশি ছড়ায় খুশবু
প্রতি ঘরে ঐ,
যার যা আছে তা নিয়ে আজ
এসো মেতে রই।


ধনী-গরীব সবাই মিলে
ঈদগাহেতে যাই
নামাজ শেষে মন কাননে
অপার শান্তি পাই।


হিংসা- বিবাদ ভুলে এসো
হাতে হাত মিলাই,
একই রবের সৃষ্টি মোরা
একই দ্বীনের ভাই।


গরীব -দুখী তাদের প্রতি
সদয় দৃষ্টি দেই,
ঈদের খুশি দেই বিলিয়ে
যাদের কিছুই নেই।


আনন্দটা বাড়বে দ্বিগুন
বিলিয়ে দিলে ধন,
অসহায় ও হাসবে ঈদে
উজাড় করে মন।


তবেই পাবে স্বার্থকতা
মুসলমানের দ্বীন
ধনী- গরীব এক কাতারে
থাকবে না তো ঋণ।



সম্মানিত কবিমহলকে জানাই ঈদের শুভেচ্ছা। আমি এই লেখাটি আমার টাইম লাইনে পুঁথি হিসেবে পাঠ করেছি। এখানে যেহেতু তা দেওয়া যাবেনা, সেইজন্য ছড়া আকারে দিলাম, ধন্যবাদ।