দানে জীবন দানে মরণ দানে-ই বাড়ে ধন,
স্বার্থ ছাড়া করে যে দান সে-ই  তো মহাজন।
দান করে কেউ পথে বসে দেখিনি তো হতে,
দ্বিগুন হয়ে আসে ফিরে দানের বদৌলতে।


হালাল আয়ের রুজি থেকে মুক্ত হস্তেরই দান,
আত্মতৃপ্তি জাগায় মনে বাড়ায় কেবল সম্মান।
একটি টাকা দানটি করে সেলফি যারা মারো
ফেইসবুকেতে দাঁত বের করে ছবিগুলো ছাড়ো।


ধন্য তুমি তোমার দানে করছো এত বড়াই,
গরীবের হক ধনীর ধনে এটা তাদের লড়াই।
লড়ছে তারা জীবন যুদ্ধে প্রাণে বাঁচার জন্য
একটি বিলাসিতার বদলে হাজার মুখের অন্ন।