ইচ্ছের পাতা ভারী আমার তাই তো খুলিনা মুখ,
দেখে ফর্দ অপূর্ণতার কেঁপে যে উঠে বুক।
কাগজ কলম হাতের কাছে লিখিনা তায় কিছু,
ইচ্ছের বহ্নি প্রকাশ হলে ছাড়বেনা তা পিছু।
ইচ্ছে গুলো অনেক রঙ্গীন সাদা কালো আছে,
মোড়ক দিয়ে যত্নে ঢাকা পাবে আমার কাছে।
মাঝে মাঝে দেখতে তাদের বিবাগী হয়ে যাই,
আদি থেকে অন্ত দেখে তবেই শান্তি পাই।
সময় যখন আসবে তখন উড়বে ইচ্ছের ঘুড়ি,
বিনে সূতোয় দেবো ছেড়ে মেরে একটি তুড়ি।
আকাশ পানে চেয়ে থেকে দেখবো তাদের যাওয়া,
মহান রবের কাছে আমার সকল চাওয়া পাওয়া।