আকাশ পথের উড়োজাহাজ,পানি পথের নাও,
সড়ক পথের রিক্সাওয়ালা, আমায় নিয়ে যাও।
চাঁদের দেশে যাবো আমি আজ করেছি পণ,
পৃথীবিটা গেছে পচে তাই ভালোনা মন।
মানুষ নামের যন্ত্রগুলো ভুলে গেছে নীতি,
তাইতো বুঝা বড়ই দায় তাদের মতি গতি।
বললে কথা আগুন বেরোয়,ভালো কাজে ফাঁকি
পরের ক্ষতির সুযোগ পেলে রাখেনা তা বাকি।
থাকবো চাঁদে গড়বো বসত নিজের মতো করে,
বন্ধুরা সব এসো সেথায় চাঁদের পালকি চড়ে।
আসার আগে একটি কথা মনে রেখো সবে
মন্দ স্বভাব লোভ লালসা রেখে এসো ভবে।