কোনো এক বিকেলে ভাবি বসে একা
জীবনের চাহিদার নাই যে সীমারেখা,
যদি চলি ছক কেটে, জীবন ফ্যাকাশে
বেদনার রংটা যে, বড় বেশি নীলচে।


বেহিসেবী যদি হই পিছলাবো নির্ঘাত
কম্মিনকালেও যে কেউ থামবেনা এই হাত,
হিসেব নিকেশ করে চলাটা যে মুশকিল
প্রতিপদে খুঁজে পাবে নিশ্চিত গরমিল।


জীবনের চাহিদার অংক টা কষিতেই
ফলাফল নিশ্চিত মিশিবো যে মাটিতেই,
ভেবে হই শিহরিত জীবন টা অল্প
টানা আর পোড়নে ইতি টানে গল্প।