স্বাধীন দেশে জন্ম যে মোর বাংলায় কথা কই,
তবু কেনো মনের মাঝে এত ব্যাথা সই?
একাত্তরে দেশের জন্য দিলো যারা প্রাণ,
রাখতে কি পেরেছি মোরা তাদের সেই সম্মান?


কত নারীর ইজ্জত যে হায় খেলো লুটে পুটে,
স্বাধীন দেশে আজো কেনো সমান ভাগ্য জোটে?
পাক্ হানারা কেমন ছিলো দেখিনি তো চোখে,
স্বাধীন দেশে কোন হানারা লুটছে ইজ্জত সুখে?


আমার কাছে সব হানারাই সমান হিংস্র পশু,
স্বাধীন দেশের হানারা তো ছাড়েনা যে শিশু।
কইতে কথা বাংলা বোলে রক্ত দিলো খাঁটি,
স্বাধীন দেশে এখন কেনো মুখে কুলুপ আটি?


বলা, চলা, মাথা তুলার নাই তো কোনো শক্তি,
জুলুমবাজদের কথায় কথায় করতে যে হয় ভক্তি।
সবার কাছে একটি কথা জানতে আমি চাই
স্বাধীন দেশে জন্মে কেনো প্রাণে শান্তি নাই?