মোমবাতি দিয়ে আলো নিজে যায় ক্ষয়ে
যামিনীর মন ভারি হারাবার ভয়ে,
আকাশের ঠিকানায় দিলে চিঠি কবি
বিদীর্ণ অন্তর তবু চোখে পড়ে সবি।
নাশ আর বিনাশের অবিনাশী ক্ষণে
নিমেষেই জাগে আশা ঘুণধরা মনে,
পুষ্পের সুগন্ধ সেতো সীমানার পারে
বাঁধা হয়ে যায় রয়ে শুধিতে না পারে।
আঁচলের বাঁধা গিঁট কড়ি বরাবর
সুঁই সুতো নাগালেই জনমের কর,
কোঁচড়েতে জমা কিছু সাধনার কলি
তাই নিয়ে বেঁচে থাকা শুনো সখা বলি।