খুকীরে তুই এই ভবেতে জন্মনিলি যখন
আশার আলো মনের কোণে ঝিলিক দিলো তখন,
দুঃখ, কষ্ট, আদর, যত্নে করলাম তোরে বড়
হৃদয় কোঠায় কত স্বপ্ন হইলো আমার জড়ো।


শৈশব গেলো, কৈশোর গেলো, যৌবন যে হায় এলো
হঠাৎ একদিন বললি মাগো, স্বপ্নের কথা বলো,
দিন চলে যায়, মাস চলে যায়, খুকীর কি যে হলো!
পাইনা তারে কোথাও খুঁজে, সব যে এলোমেলো।


কই গো তোরা, কোথায় গেলে খুকীকে দাও এনে,
স্বপ্ন গুলো বলবো তারে, ঠিক করেছি মনে।
পত্রিকাতে ছবি দেখি, আমার খুকীর মতো
বিচার,ফাঁসী চাইছে সবাই, হয়ে জড়ো শত।


কিসের বিচার, কিসের ফাঁসী, লাভ কি হবে বলো?
আমি আমার খুকী কেই চাই, তাকে পেলেই হলো
দোহাই সবার দাও ফিরিয়ে, খুকী আমার কোলে
নইলে কিন্তু বঙ্গমাতা উঠবে হঠাৎ জ্বলে।