কাছের মানুষ দূরের মানুষ
প্রাণের মানুষ হায় রে হায়,
কে বা মানুষ, কে অমানুষ
দেখে আদল চেনা দায়।
মরুর ধুলো পেঁজা তুলো
হাত ছোঁয়ালে লাগে বেশ,
উঠলে ঘূর্ণী সবাই জানি
ভালে লেখা দুঃখ ক্লেশ।
মায়ার বদন মিষ্টি কথন
অন্তরটা কি সমান হয়?
দুঃখ, কান্না, রাগ ও ঘৃণা
হৃদয় পুড়ে করে ক্ষয়।
কালো, ধলো, লম্বা, খাটো
শুকনো, মুটো মানুষ জাত,
একই হাতের সৃষ্টি সবাই
মনের তরে ভিন্ন খাত।
জমজমাট এই ধরার বুকে
সহজ সরল টাসকি খায়,
জীবন প্রান্তে পৌঁছেও হায়
মানুষ চেনা বিষম দায়।