কারণটাকে অকারণে দর্শাতে যেই গেলো
হারাণ মাঝি ডুবে তীরে হাবুডুবু খেলো,
বাচালতার শাস্তি মহা রক্ষা কি আর পাবে?
ভুলের মাশুল দিতে গিয়ে প্রানটাই বুঝি যাবে।
চুপটি করেই থাকা ভালো অধিক কথার চেয়ে
লাগবেনা তো ঢাকা কারো মুখটি লজ্জা পেয়ে।
বলতেই যদি হয়রে কথা মেপে কথা বলো
মাপা কথার ওজন ভারী করলেও মুখ কালো।


রচনা স্থান :- সিলেট, বাংলাদেশ