মনুষ্যত্বে লাগলে জটা যায়না খোলা প্যাঁচ,
নিত্যদিনই তপ্ত ঘিলু জবান ঘ্যাচাং ঘ্যাচ।
রক্তচক্ষু ক্ষুরধার জিহ্বা সর্বত্র দেয় হানা,
মামা চাচার জোর না থাকলে বলতে কথা মানা।
জাতের বড়াই পেশীর লড়াই হাড্ডাহাড্ডি চলে,
কয়লা ধুইলে যায়না ময়লা গুরুজনে বলে।
কলুর বলদ দল বেঁধে সব অন্যায় মেনে চলে,
চায়না তারা তুলতে মাথা ভাসায় কিমত জলে।