তেলা মাথায় তেল দিয়ে যাও
শুকনো মাথা রুক্ষ,
আলু-পটল বাঁচার রসদ
বিচার বেলায় সূক্ষ্ম ।
পাথর ফুঁড়ে ফুটাও যে ফুল
সাধের বাগান দলে,
কৃত্রিমতায় দারুণ মজা
খাঁটির বাটি তলে।
জোহুজুর আজ খনার বচন
মোসাহেবি পিন্দে
সৎ- সাহস সব ঠুকরে চিলে
গুণীজনে নিন্দে।