একদিন যেথায় ছিলেম প্রজা,
আজকে সেথায় রাজা
মন খুশীতে ডিগবাজি খাই,
বাজা রে ঢোল বাজা।
হারাধনের দশটি ছেলে
হারালে নাই ক্ষতি
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে
চাপবো রাতারাতি।
চোর পুলিশের খেলার মাঝে
করি লুকোচুরি
নীতির ধার যে থুড়াই ধারি
আইনকে নিয়ে ঘুরি।
পকেটে মোর শত শত
মন্ত্রী আছে রাখা
যখন তখন সবার উপর
চালাই নীতির চাকা।
মুকুট বিহীন রাজার যদি
ক্ষমতাটাই এতো
মুকুট হলে জানোই তো
কত মজা হতো।
মগের মুল্লুক গেলেও তো
আইনটা আছে জারি
তাইতো আজো মুকুট বিহীন
রাজা-ই কারবারি।
ভবের মাঝে ভাব দেখিয়ে
বুক উঁচিয়ে চলি
সবখানে যে আমার দাপট
রাস্তা থেকে গলি।