হাতির পিঠে সওয়ার নাতি
নানা পিছে পিছে,
ধরতে ছাতা নানার মাথায়
শাখামৃগ নীচে।


কলার খোসায় পিছলে নানার
মাজার বল্টু খুলে,
ঝপাত করে পড়ল পুকুর
খেলো গিলে শোলে।


আকাশ থেকে এক ছোঁ মেরে
চিল দেখাল খেলা,
চিলের ঠোঁটে নানার বল্টু
যায় চলে যে বেলা।


উঠোন জুড়ে ধানের মাড়াই
চলছে বড় জবর
নানির মাথায় মেঘাড়ম্বর
ঝড়ের আগাম খবর।


নানা-নাতি কই গেল গো
কুয়োর ব্যাঙটা চ্যাঁচায়,
অসময়ে হুট হুট করে
বোকা হুতুম পেঁচায়।


কার ঘাড়েতে কয়টি মাথা
আমায় বলে যা রে,
ঝাঁসির রানী নানি হাঁকে
হা রে রে রে রে রে।


চিলের মাথায় পড়ল যে বাজ
শোলটা ভুলে গিয়ে,
মেঘের কোলে দিলো যে ডুব
প্রাণটা হাতে নিয়ে।


হাতির পিঠে নানা চড়ে
শোলটা নাতির হাতে,
ভাঙা মাজায় পাবে নানা
মৎস্য ভাজা পাতে।