আকাশে চাঁদ উঠে মাঝরাতে গেলো কই?
চতুর্দিকে কোলাহল আর শোরগোল হৈ চৈ,
জুজুবুড়ি বসে থেকে দেয়ালের কোণেতে
সমানেতে টিপে দেখো রিমোটের বাটনে।
ধরণীটা গেছে চলে নষ্টের দখলে
খাই দাই নিজে বাঁচি এটাই ভাবি সকলে,
কে এলো কে গেলো নয় ঠেকা আমাদের
সবকিছু পাল্টানোর দায় টা তো সমাজের।
কলুষিত সমাজের আমরাই তো অংশ
একজোট না হলে,হবেই হবে নিশ্চিত ধ্বংস,
জাগ্রত জনতার শক্তিই তো আলাদা
যুগে যুগে ইতিহাস যায় বলে সেই কথা।