অপরাজিতার ডানায় ভর করে, দুরন্ত জীবনের মুঠো ভরা স্বপ্ন নিয়ে, হেঁটেছি দূর থেকে দূরে,
বহুদূরে এক অজানা বাউলা হাওয়ার হাতছানিতে।
কোনো এক শীতের মায়াভরা ক্লান্ত বিকেলে,
চাকচিক্যময় আলোক সজ্জার মায়াজালে,
ছিটকে পড়ে, হারালাম সেই ঝলমলে সোনালী রুদ্দুর।
সেদিন থেকে আজো,মাথা তুলে দাঁড়াতে পারিনি কভূু।
বিষাক্ত গুল্মলতায় ছেয়ে আছে বাহু,
কালনাগীনিও ছাড়েনি পিছু।
চারদিকে রাশি রাশি লোনাজল,
মরচে পড়া নোঙ্গরখানা, টেনেই চলেছি আগামীর পথে।
সুবিন্যস্ত ভঙ্গুর কাঁচঘরে যেমন, ঘুণপোকার নেই কোনো মূল্য, ঠিক তেমনি ক্ষয়ে যাওয়া জীবনটাও,
মূল্যহীন যেনো এক তুড়ি সমতুল্য।
তবুও হাজার বছর ধরে, প্রশান্ত মনে ভেসে আছি অথৈ সাগরে, কেবলমাত্র, এক নতুন সূর্যোদয়ের জন্য।