আস্থাটাকে দৃঢ় করে আশার প্রদীপ ধরাও,
শত বর্ষের আবর্জনা চিত্ত থেকে সরাও।
নিড়ান দিয়ে বুকের মাঝে নীরোগ ফসল ফলাও,
কলুষতা ঝেড়ে ফেলে বরফ পাহাড় গলাও।
বক্ষ ভরে শ্বাসটা নিয়ে সোনালী দিন সাজাও,
শান্তির তরে সামনে চলো সন্ধির বাদ্যি বাজাও।
মহৎ কর্মে হাতটা ঢালো অনেক কিছু পাবে,
মিছে কেনো ওয়াসওয়াসাতে হৃদয় কুড়ে খাবে?
একটাই তো জীবন সবার বাঁচো বাঁচার মতো,
বৈরী ভাবের ইতি টেনে অহং করো গত।