পদ্মা সেতু পদ্মা সেতু
কোথায় তুমি যাও?
একটুখানি থেমে ওগো
আমায় সাথে নাও।


লক্ষ কোটি মূল্য তোমার
আমি হারাধন,
দেখে তোমার রূপের ঝলক
যদি ভরে মন!


ঝলমলে সাঁঝবাতি গুলো
তোমার নাকি শান,
ভোখা পেটে যদি দেখি
বাড়বে আমার মান।


পদ্মা সেতু পদ্মা সেতু
কোথায় তোমার বীজ
কুপমল্ডুক এই ঘটে প্রশ্ন
করে যে গিজ-গিজ।


তুমি নাকি গর্ব মোদের
হাজার স্বপ্নের ধন,
ভেবে তাহা তা-থৈ নাচে
ভোখা-নাঙ্গার মন।


শেষ ভরসা তুমি মোদের
তুমি প্রাণের প্রাণ,
অন্ধ মাতা মনের সুখে
গায় তোমারই গান।


টুস্ করে ঝাঁপ দিব পদ্মায়
যদি না পাই বর,
তুমি মোদের আপনজনা
করো না গো পর।


পদ্মা সেতু পদ্মা সেতু
আহা কি যে সুখ,
ফুটপাতের ফুলশয্যায় শুয়ে
গর্বে ফুলে বুক।


বিঃদ্রঃ আমি কোনো দল করিনা
        আমি হলাম আমজনতা।