এই পারেতে কষ্ট ভীষণ ঐ পারেতে সুখ,
যাবো চলে ঐ পারেতে ঘুচবে মনের দুখ।
তল্পিতল্পা বেঁধে এসে খেয়ার পানে চাই,
ও মাঝি ভাই পার করে দাও গাঙের ওপার যাই।
ঐ পারেতে গিয়ে আমি বাঁধবো সুখের ঘর,
দোহাই মাঝি পার করে দাও সইছেনা আর তর।
খোলা মাঠের স্লিগ্ধ হাওয়া ডাকছে আমায় আজ,
মুঠো মুঠো রোদ পোহাবো সকাল, দুপুর, সাঁঝ।
দুঃখের লেবাস ফেলবো ঝেড়ে মাখবো আলোর সাজ,
কষ্ট নামক শব্দ মুছে পড়বো সুখের তাজ।