প্রযুক্তির মায়াজালে ভুল ছিল যত
শোধরাতে পারিনিতো! বর্ষ হলো গত,
ভোরের সোনালি রোদে ভেবেছিল মন
সময় তো আছে পড়ে, দেখা যাবে ক্ষণ।
অমূল্য সময়ে হায় মেলে দিয়ে ডানা
আলস্যে ছিলাম মজে মত্ত দিওয়ানা,
চোখ খুলে দেখি চেয়ে আলো গেছে নিভে
নোঙ্গর ভিড়েছে তীরে এই ডাক দিবে।
থরোথরো কাঁপে হিয়া, আগামীর ডাকে
অতীতের দিনগুলো জোরেসোরে হাঁকে।
যা পেয়েছি, খুয়েছি তা, করিনি কদর
কেমনে হব যে পার দরজা সদর।
আলুথালু বেশে মন হালখাতা খুলে
ভবিষ্যত ভিক্ষা চাই, দুটি হাত তুলে,
ওগো প্রভু করো ক্ষমা এই অভাগীরে
রোগ ব্যাধী, শোক, দুঃখ ঘুচাও অচিরে।
শান্তির বার্তা পাঠাও পৃথিবীর বুকে
আবার ফুটুক হাসি মানুষের মুখে।