সময়ের এই কঠিন চাপে জীবনের সব ধাপে,
মিলাতে চাই আদ্যোপান্ত দেয়না ধরা খাপে।
কোথা হতে এলো মানব কোথা হবে গতি,
নির্দেশনা আছে দেয়া তবু হারায় মতি।


খেয়ার ঘাটে বাঁধা তরী দমকা হাওয়ায় নড়ে,
হঠাৎ এসে উগ্র হাওয়া দিবে উজাড় করে।
খামখেয়ালী অলসতা নিত্যদিনের সাথী
পলক ফেলে যাচ্ছে ক্ষয়ে সাধের প্রদীপ বাতি।


আখেরাতের হিসেব নিকেশ নিতে হবে বুঝে,
রোজ হাশরে বিচার দিনে কেউ পাবেনা খুঁজে।
কুটিল ধরার ভ্রষ্ট মায়া থাকবে পিছে পড়ে,
এক কাপড়ে যাবে কায়া শূন্য মাটির ঘরে।



বিঃ দ্রঃ- আমার এই ধরনের ধর্মীয় অনুভূতিতে লিখা কবিতাগুলো সম্মানিত কবি বোরহানুল ইসলাম লিটনের খুব ভালো লাগে বিধায়, উনাকে উৎসর্গ করলাম।