জীবনে চলার পথে আসে যদি ঝড়
চোখ বুজে দেখে নাও জনতা আপামর,
নদীর ভাঙ্গনে আজ যারা দিশেহারা
ক্ষুধা আর প্লাবনে হয়েছে ঘর ছাড়া।
আজো আছে বেঁচে তারা খড়কুটো আঁকড়ে
পেটে ক্ষুধা পিঠে বোঝা যায় নদী সাঁতরে,
যুদ্ধের ঐ দামামা আর গ্রেনেডের হামলায়
কে বাঁচে কে মরে কে বা কারে সামলায়।
তবুও তো ভোর হাসে নিশি টাকে হটিয়ে
চক্ষু খুলে শির তুলে ভয়-ভীতি দেয় কাটিয়ে,
তাই বলি থেমো নাকো ঝড় আর ঝটিকায়
দিও না জীবন বলি অহেতুক শংকায়।
খুলো হাল তুলো পাল দাও তরী চালিয়ে
জীবন সার্থক হোক হতাশা কে হারিয়ে।