বিদায় রমাদান
ইব্রাহিম হোসেন


বিদায় রমাদান তোমায় বিদায়
জানিনা বছর পর পাবো কি তোমায়?
বিদায় দিতে মন নাহি কভু চায়
তবুও দিতে হয় তোমায় বিদায় ।


জীবনে এসেছিলে বছর পরে
সবার দ্বারে  তুমি হয়ে মেহমান,
জানিনা কতটুকু পেরেছি তোমায়
রোজা পালনে দিতে প্রতিদান ।


ভুল যদি হয়ে থাকে পালনে তোমায়
নালিশ করো না কভু প্রভুর দ্বারে,
ক্ষমা করে দিও তুমি মোদের সবার
শাফায়াত করে নিও রোজ হাশরে ।


ত্যাগ-তিতিক্ষার শিক্ষা দিয়ে
যাচ্ছো তুমি আজ বিদায় নিয়ে,
ত্যাগ মহিমার এই শিক্ষা যেন
চিরদিন রয়ে যায় এই হৃদয়ে ।


তোমার ভবে জানি কেউ দুশমন
তোমার বিরহে কাঁদে মুমিনের মন ,
তোমায় বিদায় দিয়ে কারো খুশি মন
মু,মিন মুমিনাত কাঁদে সারাক্ষণ ।


বিদায় জানায় মোরা ওহে রমাদান !
কিয়ামতে রোজাদারে দিও প্রতিদান,
আবার তুমি পুনঃ বছর পরে
মোদের কাছে এসো হয়ে মেহমান ।


বিদায় রমাদান বিদায় বিদায়
মন কাঁদে পাব কি পাব না তোমায় ?
ওহে রমাদান ! মাহে রমাদান !
জান্নাত যেন পাই তোমার অসিলায় ।