ট্রায়োলেট
=======
শ্রদ্ধা
ইব্রাহিম হোসেন
অক্ষর বৃত্ত ছন্দ (৮+৬)


শোনো বলি দেশবাসী শোনো দিয়া মন ,
শ্রদ্ধা যদি পেতে চাও স্নেহ মম দাও,
স্নেহ দিলে পাবে তবে শ্রদ্ধা সারা'ক্ষণ,
শোনো বলি দেশবাসী শোনো দিয়া মন।
সৎ পথে করো ভবে মন জাগরণ ,
বড়ো হতে শ্রদ্ধা করে ভালোবাসা নাও,
শোনো বলি দেশবাসী শোনো দিয়া মন,
শ্রদ্ধা যদি পেতে চাও স্নেহ মম দাও।
=========================


লিমেরিক
=======


ময়নার বিহা
ইব্রাহিম হোসেন


ময়নামতি ময়নামতি আজ খুশিতে নাচে,
পাশের বাড়ির পাগলাটাকে করতে বিহা যাচে।
পাগলা ভয়ে দৌড় দিলো তাই,
ময়না বলে যাসনে রে ভাই,
চাপটে আমায় ধরলে ওরে প্রাণটা বুঝি বাঁচে।
==============================



রক্ত ক্ষরণ
ইব্রাহিম হোসেন


ফুটলো না'রে এই জীবনে
আমার প্রেমের ফুল,
ভালোবেসে হেরে গেলাম
হারালাম দুই কুল।


দুটি চোখে স্বপ্ন ছিলো
বাঁধবো সুখের ঘর,
স্বপ্ন আমার ভেঙে দিলো
কালবৈশাখী ঝড়।


কোন্ অপরাধ ছিলো আমার
করলো প্রিয়া রোষ?
প্রেমের তীরে বাণ মারিলো
প্রেম করাটাই দোষ।


ভালোবাসা নয় অপরাধ
নয়তো কোনো ভুল,
তবু কেনো দিলো প্রিয়া
মৃত্যু জ্বালা শূল?


অল্প দিনের স্বল্প আয়ু
বাঁচবো কতো দিন?
বুকের মাঝে রক্ত ক্ষরণ
বাজে মরণ বীণ।
=============