মরনের ঘাটে তরী লেগে থাকে জন্মের পর,
তবুও যাপন কালে বারবার মরণ এসে ভাঁঙে বাঁধা ঘর।
ভাঁঙে ঘর ফের গড়ে ওঠে
নব শক্তিতে আরো জোরে ছোটে।
ভাঁঙুক ঘর,ক্ষয় হয়ে যাক দেহ,
হোক ক্ষত বিক্ষত মন
জানি প্রান শক্তিতে মরণ হারবে
লড়ে যাব অনুক্ষণ ।
প্রান চির অপরাজেয় মানেনা হার
তারস্বরে বলে মারো আরো মারো
বারবার আমি বেঁচে উঠি বলে
মারতে পারো তুমি বারবার।
যে জন ঘাটে বাঁধে তরী
সে জন আছে আমায় ধরি।
আঘাত যা তা লাগবে তাঁর
তাঁর উপরেই জীবনের ভার।
যাপন করা কাজটুকু মোর
মিনতি করি,
মরার আগে না যেন মরি
হে অধীশ্বর।
তুমি নোঙর যেদিন খুলবে সেদিন
ভেসে যাব,হব আনন্দে লীন।।