যেই সমাজে জ্ঞান পাপীরা
বাড়তে থাকে সংখ্যায়
সেই সমাজে সৎ লোকেরা
ভুগতে থাকে শংকায়।


জ্ঞান পাপীরা বিবেক হারা
দাম পেলে হয় বিক্রি তারা
অর্থের কাছে সত্তা বেচে
দুধের বদল ঘোল খায়-
অন্ধের মতো ভ্রান্ত নীতির
মিডিয়ায় রোজ গান গায়।