আমি যেতে চাইনি তুমি আমায় টেনেনিয়ে চলো
আমি নির্ভীক নই, তাই তুমি আমায় কারুষ বলো।
আমি এলো-মেলো, তুমি গুছিয়ে দাও সবকিছু।
তুমি আগে চলো, আমি ছুটিতে পারিনা তব পিছু।
আমি ভয়পাই পাছে আঁখি হয় জলে ছলো-ছলো।
আমি ভয় করিতে পারিনা জয়, তুমি কাপুরুষ বলো।


আমি অস্তমিত সুর্য, তুমি বল ভোরের দিবাকর,
আমি বেভুলা মানুষ, তুমি স্বপ দেখাও বাধিতে ঘড়।
আমি দুরে থাকতে চাই, তুমি কাছে ডেকে আনো,
আমি তোমাকেই চাই, শুধু এই কথাটি বলিতে জানো।
আমি নিভু-নিভু প্রদিব, তুমি তাতে সুখের আগুন জ্বালো।
আমি নির্ভীক নই, তাই  কারুষ বলো।


আমি শীতের ভোরের কুয়াশা তুমি বল ঝর্ণাজল,
আমি স্থিমিত, তুমি চাও ছুটি অর্হনিশি কল্-কল।
আমি জানি আমার পরিধি,তুমি জান তারচেয়ে বেশি,
আমি ভালবাসি তোমায়, তুমি চাও আরো বেশি ভালবাসি।
আমি শুকন বকুল, তুমি সেই বকুলেই ভালবাসার জল ঢালো।
আমি ভয় করিতে পারিনা জয়, তুমি কাপুরুষ বলো।


আমি রাতের আধার, তুমি বল দিবশের আলো,
আমি অতি সাধারণ, তোমার এটাই নাকি বেশি ভালো।
আমি শুব্র কাগজের ফুল,তুমি বল নন্দিত নন্দন,
আমি রং বাহারি, তুমি বল শুদ্ধ হৃদয় স্পন্দন।
আমি কৃষ্ণপক্ষ, তুমি বলো পঞ্চদশি পূর্নিমার আলো।
আমি নির্ভীক নই, তাই তুমি আমায় কারুষ বলো।