কোথাও একটু আলোর নিশানাও খুঁজে পাইনা
তবে কি আমি দৃষ্টি শক্তি হারিয়েছি ?
নাকি প্রদীপেরা পুড়ে গেছে নিজ দ্রোহের আগুনেই
কিংবা আমার সীমায় আমি নিজেই আবদ্ধ হয়েছি ?
গণতন্ত্রের বিলাসী আহ্বানে
যখন সাড়া দিয়ে মেতে উঠি
গগন বিদারী স্লোগান আর উল্লাসে ,
তার পরই সম্বিত ফিরে পাই
যখন পয়সায় বিকি কিনি দেখি
গণতন্ত্র আর আদর্শের ।
তাঁর পর ও স্বপ্ন বাঁধি
নূর হোসেনের বুলেট ক্ষত বুকের দিকে তাকিয়ে
ভাসানি, মুজিব , জিয়ার কর্মময় জীবন আদর্শে
আর গার্মেন্টসে পুড়ে যাওয়া আমার ভাই বোনদের ঝলসে যাওয়া মাংসের স্থুপ স্বপ্ন হারা আমাকে
আবার স্বপ্ন দেখায় প্রতিবাদে ফেটে পরতে ,
মানুষকে মানুষ রুপে প্রতিষ্ঠিত করার মানসে
আবার স্বপ্ন বাঁধি ।