শব্দদোষে দোষী...
সম্মানে পক্ষপাতদুষ্ট;


লেখা হল না নিখাদ
প্রেমের কবিতা..


যেমন খাদবিহীন দামী
সোনা;


তোমার (থেকে) ধার করা
শব্দে আমি কবি হোলাম...
হয়ত,


তোমায় ধার করে লিখলাম
কবিতা.....
সৃষ্টি হোলো প্রেম ও ভালোবাসা;
....অনেক অনেক ভালোবাসা
আর থাবা বসালো একটু বিরহ,


তোমাকে তাই সম্মানীয়া করা
গেল না,
রেখে আর সবার মতোই
সাধারণ বেশে,


আমিও তাই সমান দোষী..
সম্মানে
পক্ষপাতদুষ্ট হয়ে,


{tarunyo 22-09-13}