ই এর ইচ্ছে.......
____________


ভাবনাগুলো আজ স্বাধীন হয়েছে..
ধরা দেয়না তারা কখনো;


স্বপ্নগুলো বড়ই দুর্লভ ছিল
আসত কখনো সখনো...


তবু এখনো হারাতে পারেনি
'ই' কে,


ছুটে চলেছে সে অনবরত;
নাকি কোথাও পালাচ্ছে সে...


সে নিজেই জানে না,


ছুটে.. ছুটতেই দেখেছে 'কঙ্কা',
'অরা'কে,
দেখা হয়েছে 'এক ট্রাভেলার' এর সাথে,


তারা সকলেই জানতে চায়...
এভাবে ছুটছে কেন সে;
এই সব পেয়েছির দেশ
'মোক্ষ' ছেড়ে পালাচ্ছে কেন 'ই'!!


কী উত্তর দেবে 'ই' ওদেরকে;
কারণ ওরা তো কেউ জীবন্ত নয়;
ওরাই তো সেই দুর্লভ স্বপ্ন বা কোনো
মরিচিকা...


তাই আবারো ছোটা শুরু করল 'ই';
থামলেই হারতে হবে তাকে,


লজ্জা-ঘেন্না-ভয় কোনদিনই ছুঁতে পারেনি 'ই'কে..
কিন্তু মোক্ষর কিছু দুর্বিত্ত - ল, হ, অ এর কিছু শ্রেণী
লোভ হিংসা অহমিকা
সমানে ধাওয়া করছে 'ই'কে,


ধরতেই হবে তাকে.... তাদের গোলাম বানাতে হবে
'ই' এর ইচ্ছেকে,


প্রাণ থাকতে ধরা দেবেনা 'ই';
তার ইচ্ছে কারো গোলামি করবে না,


তাই পালাচ্ছে 'ই'
মোক্ষ ছেড়ে.... ছুটে চলেছে
এভাবে কোনো পৃথা ..... পৃথিবীর উদ্দ্যেশে ।


(১৮-১-২০১৩)