অনন্ত....
______


               সময় ছুটে যাচ্ছে
শব্দের থেকেও জোরে.....
      আলোককনায় নিজেদের মেলে ধরবে বলে
বাতাসের মৃদু আলিঙ্গনে,


          মেলার মাঠে ভিড় ....
ঠাসাঠাসি করে থাকা শব্দেরা
           পরিণত উল্লাসে;


আবার শুরু হলো
      নাগোরদোলার ঘোরা,


     আস্তে থেকে ক্রমশ জোরে...
পালাচ্ছে সময়েরা হুড়মুড়িয়ে
        একে অন্যের ঘাড়ে চড়ে,


আর পালাচ্ছি আমি...
বাস্তব ছেড়ে শূন্যর
                 খোঁজে,
        পেছনে পড়ে আছে সব স্মৃতিকথা ...
    কিছু পুরানো মলাট....
রঙিন বই;


আরও কিছু জলছবি
         শোলার চালচিত্র
কিছু চেনা স্পর্শ আর
     অচেনা হওয়া কিছু ঠিকানা,


হঠাত্‍ থামল নাগোরদোলা
মাঝবরাবর
     যেন
স্বর্গ ও মর্ত্যের মাঝে


            আলোকের ভরা সংসার ছেড়ে
                   খানিক উঁচুতে,


বাস্তবের মাটি ছেড়ে
                আমিও অনেক উঁচুতে...
                              মহাশূন্যের পথে বিলীন হতে,


সাধের নাগরদোলায় চড়ে....