দুখ থেকে দুখ
উড়ে যায় পাখি
আশ্রয়হীনের এতটুকু আশ্রয়
শিকড় জমিয়েছে যতো জল।


গাছ থেকে গাছ
ক্ষয়ে গেছে হেমন্ত
কৈশোরের ভেঙে পরা ডালে
হেটে বেড়াচ্ছে অবলোকন।।


ধুল থেকে ধুল
জেগে উঠছে ফুল
বিস্মৃতিময় নোনতা
খুজে নিচ্ছে জোছনা।


ফেনা থেকে ফেনা
ডুবে আছে মাটি
ইনহেলারময় দুপুর
তাই চেয়ে নিচ্ছে ধোপা।।


উৎসব থেকে উৎসব জুড়ে গেছে মানুষ
নিয়ে যত ঢ্যাংকুড়কুড়
কাশ থেকে কাশে ... থেমে যাওয়া ট্রেন
শুধু পথ হারিয়েছে দুগগা।